ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্স শুরুর জুটিতে সুর বেঁধে দিলেন। ওয়ানডে নেতৃত্বের অভিষেক ম্যাচ অপরাজিত সেঞ্চুরিতে রাঙালেন শেই হোপ। টেম্বা বাভুমা জবাব দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের জয় ৪৮ রানে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ভার্সণে নিজেদের সর্বোচ্চ ও এই মাঠের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।জোহানেসবার্গে ২০০৪ সালে ২ উইকেটে ৩০৪ রান ছিল প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবিয়ানদের আগের সর্বোচ্চ।চার নম্বরে নেমে ১১৫ বলে ৭ ছক্কা ও ৫ চারে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হোপ। পরে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা তিনি।এই মাঠে ২৫৬ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। দক্ষিণ আফ্রিকাকে গড়তে হতো তাই রেকর্ড। কুইন্টন ডি ককের ঝড়ো ইনিংসের পর বাভুমার ব্যাটে ২৮ ওভারে তারা দুইশ ছুঁয়ে ফেলে মাত্র ৩ উইকেট হারিয়ে।এরপরই হারায় পথ। ৮৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ২৮৭ রানে থমকে যায় স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ১৭২ রানের ইনিংস খেলা বাভুমা এবার পঞ্চাশ ওভারের ম্যাচে করেন ১৪৪। তার ১১৮ বলের ইনিংসে ৭ ছক্কার পাশে চার ১১টি। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক হয় চার জনের।