কারও পরিবার এক কাপড়ে পালিয়েছে মালদা কিংবা রাজ্যে। কেউ আবার পোড়া বাড়ির সামনে হাতড়ে বেড়াচ্ছেন সম্বলটুকু।
নতুন বছরে চোখে জল ধুলিয়ান, সামশেরগঞ্জের বাসিন্দাদের। সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। আপাত শান্তিপূর্ণ এলাকা রাতারাতি কেমন বদলে গিয়েছে পরিস্থিতি। অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়েছে বাড়িতে। তাণ্ডব চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। লুঠপাট করে নিয়ে গিয়েছেন সামান্য সঞ্চয়টুকুও, মেয়ের বিয়ের গয়নাও। বাবা-ঠাকুরদার ভিটে ছেড়ে রাতের অন্ধকারে ছাড়তে হয়েছে বাড়ি। গোছানো সংসার সেরে এখন ঠিকানা ত্রাণ শিবির। কয়েকদিনের অশান্তির পর মঙ্গলবার মিষ্টির দোকান সহ অন্যান্য কিছু দোকান খুলেছে ঠিকই। কিন্তু সেই দোকানগুলোয় রয়েছে সেদিনের তাণ্ডবের চিহ্ন।
প্রশাসনের আশ্বাসে ভরসা হারিয়েছেন তারা। চাইছেন বিএসএফ ক্যাম্প হোক এলাকায়।