প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুর, দুজনেই তাদের প্রতিভা এবং শক্তিশালী অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মুগ্ধ করে এসেছেন। কিন্তু একটা সময় এই দুই অভিনেত্রী জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে।
জানা যাচ্ছে,অক্ষয় কুমার অভিনীত এতরাজ ছবিতে ২০০৪ সালে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল কারিনা ও প্রিয়াঙ্কাকে। তার পর থেকেই এই সমস্যার সূত্রপাত।তাদের উত্তেজনা আড়াল-আবডালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। কফি উইথ করণ-এও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল।করণ জোহর তার শোতে কারিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াঙ্কাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে কারিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, প্রিয়াঙ্কা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি।তার এই কথা শুনে কড়া জবাব দেন প্রিয়াঙ্কাও। কারিনার উপস্থিতিতেই তিনি বলেন, তাঁর মনে হয় কারিনার প্রেমিক বর্তমানে স্বামী সাইফ আলী খান, যে জায়গা থেকে শিখেছিলেন, সেখান থেকেই।
তাদের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা।তবে এখানেই শেষ নয়।গুঞ্জন শোনা গিয়েছিল,কারিনা এবং প্রিয়াঙ্কা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটা কনসার্টের সময় একসঙ্গে গিয়েছিলেন, সেখানেও তাদের মধ্যে সমস্যা হয়েছিল।