কেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হল না ওবিসিদের। কেন্দ্রকে নিশানা করে এমনই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশনে শাসক-বিরোধী সমস্ত দলের সমর্থনে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল।শুক্রবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী এই বিলের প্রশংসা করলেও, এটিকে কেন্দ্রীয় সরকারের বিভ্রান্ত ও বিভাজনের চেষ্টা বলে উল্লেখ করেছেন।বলেছেন, মহিলা সংরক্ষণ বিল ভাল বিষয়। কিন্তু এর দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এক, এই বিল আইনে পরিণত হওয়ার আগে জনগণনা করতে হবে। দুই, বিধানসভাগুলির পুনর্বিন্যাস করতে হবে। কিন্তু কেউ জানে না এই বিল কবে বাস্তবায়ন করা হবে। এটা শুধুমাত্র বিভ্রান্ত করা ও বিভাজনের চেষ্টা। কংগ্রেস সাংসদের অভিযোগ, দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল এনেছে কেন্দ্রীয় সরকার। এখন পাশ হলেও ১০ বছর পরে কার্যকরী হবে মহিলা সংরক্ষণ বিল। কারণ ওবিসি ইস্যু, জনগণনা এড়িয়ে যাওয়ার জন্যই পাশ করানো হয়েছে এই বিল। প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন ওবিসি সম্প্রদায়ের মানুষের কথা বলেন, কিন্তু তাদের জন্য তিনি কী করেছেন। কেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হল না ওবিসিদের। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময়ে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও।