মহিলা ক্ষমতায়নের বিরুদ্ধে কেন নরেন্দ্র মোদীর সরকার। সংসদে বিশেষ অধিবেশ শুরু প্রথম দিনই এমনই প্রশ্ন তুলেছেন কংগ্রেস।
সম্প্রতি মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, সংসদে এই বিল পাশ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে সোমবার কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল বলেছেন, নতুন সংসদ ভবন গুরুত্বপূর্ণ নয়, তবে এর ভিতরে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।সংসদ ভবন হল গণতন্ত্রকে শক্তিশালী এবং দেশের দরিদ্র জনগণের উদ্বেগ উত্থাপনের জন্য। তাঁরা মহিলা সংরক্ষণের পক্ষে রয়েছেন। যদি কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা থাকে তবে তাদের এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করা উচিত। সংসদের বিশেষ অধিবেশনের আগে সর্বদল বৈঠকেও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হয়েছেন বিরোধী সাংসদরা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেছেন, দেশের সব বিরোধী দল মহিলা সংরক্ষণ বিল নিয়েই সরব হয়েছে। মহারাষ্ট্রে বিজেপির শরিক এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলের কথাতেও বিরোধীদের সুরই শোনা গিয়েছে। তিনি বলেছেন, এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য তারা সরকারকে আবেদন করছেন।