Monday, July 22, 2024
Top Newsদোষ স্বীকার, জেলমুক্ত উইকিলিক্‌‌স প্রধান অ্যাসাঞ্জ

দোষ স্বীকার, জেলমুক্ত উইকিলিক্‌‌স প্রধান অ্যাসাঞ্জ

১৪ বছরের আইনি যুদ্ধের অবসান। ব্রিটেনের জেল থেকে মুক্তি পেয়েছেন আমেরিকার গোপন সামরিক ফাইল ফাঁস করায় অভিযুক্ত উইকিলিক্‌‌স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
আমেরিকার একটি আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। আমেরিকা এবং ব্রিটেনের বোঝাপড়া অনুযায়ী, তারপরেই ব্রিটেনের বেলমার্শ সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। উইকিলিক্‌‌সের তরফে জানানো হয়েছে, বিমানে ব্রিটেন থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।আমেরিকার নেতৃত্বে ইরাক এবং আফগানিস্তানে হওয়া সংঘাত সংক্রান্ত পাঁচ লাখ গোপন সামরিক ফাইল ফাঁস করার অভিযোগ উঠেছিল জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে। এই কারণে চরবৃত্তির অভিযোগে আমেরিকাতে তাঁকে অপরাধীও ঘোষণা করা হয়। উইকিলিক্‌‌সের তরফে প্রকাশিত ওই গোপন নথিতে থাকা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ২০০৭ সালে ইরাকে আমেরিকার হেলিকপ্টার থেকে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তবে এই নথি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে।

More News