Wednesday, May 31, 2023
প্রযুক্তি১০ হাজার ডলারে নামবে বিটকয়েন?

১০ হাজার ডলারে নামবে বিটকয়েন?

ক্রিপ্টো মুদ্রা খাতে বছর জুড়ে মন্দার মধ্যেই এক বাজার বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন,২০২৩ সালে বিটকয়েনের বাজার মূল্য ১০ হাজার ডলারে নেমে আসতে পারে। সম্প্রতি বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে এই অশনি সংকেত দিয়েছেন বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারী,মার্ক মোবিয়াস।

তার ভবিষ্যদ্বাণী সত্যি হলে বর্তমান বাজারমূল্যের আরও ৪০ শতাংশ হারানোর পথে রয়েছে,শীর্ষ ক্রিপ্টো মুদ্রা,বিটকয়েন।নব্বইয়ের দশকের শেষে বিশ্ব ব্যাংকের গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরাম এবং ইনভেস্টর রেসপনসিবিলিটি টাস্কফোর্স-এর সদস্য হিসেবে কাজ করেছেন জার্মান বংশদ্ভূত বিনিয়োগকারী, মার্ক মোবিয়াস। নির্ভরযোগ্য বাজার বিশ্লেষক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা আছে ,মোবিয়াস ক্যাপিটাল পার্টনার্স-এর সহ-প্রতিষ্ঠাতার।২০২২ সালে বিটকয়েনের বাজারমূল্য ২০ হাজার ডলারের ঘরে নেমে আসতে পারে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মোবিয়াস।তা কেবল সত্যিই হয়নি, ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য ১৭ থেকে ১৮ হাজার ডলারের মধ্যে নেমে আসায় এর মাইনিং চালু রাখতে এবং ব্লকচেন রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেই বেগ পেতে হচ্ছে মাইনারদের।মোবিয়াসের মতে, গত কয়েক বছরে পশ্চিমী দেশগুলোর বাজারে ক্রিপ্টো মুদ্রার সাফল্যের সঙ্গে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডলার ছাপানোর সরাসরি সংযোগ ছিল। উল্লেখ্য,গত কয়েক বছরে সুদের হার লক্ষণীয় হারে কমিয়ে রেখেছিল আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক লেনদেনের শর্তগুলোও ছিল তুলনামূলক সহজ।ফলে ব্যবসা বৃদ্ধির সুযোগ পেয়েছিল প্রযুক্তি ও ক্রিপ্টো মুদ্রা ক্ষেত্র।

More News

আর্থিক তছরুপের আওতায় ক্রিপ্টোকারেন্সি

0
এবার থেকে আর্থিক তছরুপের আওতায় পড়বে ক্রিপ্টোকারেন্সিও। একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিটকয়েনের...

এফটিএক্স: ধসের মুখে ক্রিপ্টো এক্সচেঞ্জ

0
অর্থ উত্তোলনের চাপে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর একটি ,এফটিএক্স পৌঁছে গিয়েছিল ধসের কাছাকাছি।ঘটনায় থ...

পপকর্নের বাক্সে চোরাই বিটকয়েন

0
২০২১ সালে কুখ্যাত ডার্কনেট ওয়েবসাইট থেকে চুরি করা তিনশ ৩৬ কোটি ডলার সমমূল্যের বিটকয়েন বাজেয়াপ্ত...