Wednesday, February 21, 2024
বিনোদনবিয়ে প্রসঙ্গে বিজয় ভার্মা

বিয়ে প্রসঙ্গে বিজয় ভার্মা

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা বেশ কয়েক মাস ধরেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। প্রায়ই দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়।

শুরুতে একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও দুজনেই নিজেদের সম্পর্কের বিষয়ে নীরব ছিলেন।তবে এখন প্রকাশ্যেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন এই জুটি। কিন্তু বিয়ের বিষয়ে এখনো কোনো বার্তা দিতে নারাজ দুজন। সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উঠে এসেছে বিজয় ভার্মার বিয়ের প্রসঙ্গ।কবে বিয়ে করছেন বিজয়-তামান্না? এমন প্রশ্ন আসতেই অভিনেতা জানিয়েছেন, এই উত্তর নিজের মাকেও দিতে পারেন না তিনি।কবে বিয়ে করবেন জানতে চাইলে বিজয় প্রথমে রসিকতা করে বলেন, কোনো মেয়েই চায় না তিনি বিয়ে করেন। এরপর অভিনেতা বলেছেন,তিনি এই উত্তর তাঁর মাকেও দিতে পারেন না। অন্য কাউকেই না।কথোপকথনে বিজয় বলেছেন যে তিনি এখন তার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন।তার সবচেয়ে কঠিন সময় ছিল যখন তিনি দীর্ঘ সময় ধরে মনসুন শুটআউট-এর মুক্তির জন্য অপেক্ষা করেছিলেন। কান ফিল্ম ফেস্টিভালে সিনেমাটি প্রশংসা পাওয়ার পর তিনি আশা করেছিলেন যে এটি মুক্তির পরে তার জীবন আমূল পরিবর্তন হবে।কিন্তু এমনটি ঘটেনি।এরপর লাইমলাইটে আসতে অনেক ছোট ছোট ভূমিকায় অভিনয় করতে হয়েছিল বিজয় ভার্মাকে।

More News

বিয়ে নিয়ে চাপ, মুখ খুললেন বিজয়

0
দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা বিজয় ভার্মা। বর্তমানে আসন্ন ওয়েব...

তামান্না ভাটিয়া প্রেম করছেন 

0
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা...

প্রকাশ্যে তামান্না ভাটিয়ার সম্পর্ক

0
দক্ষিণী এবং বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়ার গোপন প্রেমের খবর এবার প্রকাশ্যে এসেছে । ৪১ বছর...