Sunday, March 26, 2023
খেলাউইলিয়ামসন-নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরি

উইলিয়ামসন-নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরি

বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্টের প্রথমদিন মাত্র ৪৮ ওভার খেলা হয়েছিল। তাতে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।

কেন উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। তারপর দু’জনেই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাদের জোড়া ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটি দারুণভাবে রাঙিয়েছে কিউইরা। ১২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।এরপর ১৭ ওভারে ২৬ রানেই শ্রীলঙ্কার ২ উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। অসাদা ফার্নান্দো ৬ রানে ম্যাট হেনরির ও কুশাল মেন্ডিস শূন্যরানে ডগ ব্রাসওয়েলের বলে আউট হন। দিমুথ করুণারত্নে ১৬ ও প্রবথ জয়সুরিয়া ৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন রোববার আবার ব্যাট করতে নামবেন। নিউজিল্যান্ডের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫৫৪ রানে।

More News

১ রানে টেস্ট জিতল নিউ জ়িল্যান্ড

0
ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দিল নিউ জ়িল্যান্ড। প্রথম ইনিংসে বেন স্টোকসরা এগিয়ে ছিলেন ২২৬ রানে।   ফলো...

শ্রীলঙ্কার বিদ্যুৎ প্রকল্পের বরাত আদানির

0
প্রবল বিতর্ক সত্ত্বেও গৌতম আদানির গোষ্ঠীকেই বায়ুবিদ্যুৎকেন্দ্রের বরাত দিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সরকার পরিচালিত...

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্ক 

0
তুরস্কের পর এবার ভয়াবহ ভূমিকম্প নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।  জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধে...