প্রথম তিন ম্যাচে একটি সেটও না হারা ইগা শিয়াওতেক চতুর্থ রাউন্ডে এসে যেন এক ঝটকায় কক্ষপথ থেকে ছিটকে গেলেন।তেমন কোনো লড়াই-ই করতে পারলেন না তিনি।
তাকে সরাসরি সেটে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলেন এলেনা রিবাকিনা।মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ম্যাচে ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন গত বছরের উইম্বলডন জয়ী রিবাকিনা।কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়া রিবাকিনা হয়ত কোয়ার্টার-ফাইনালে কোকো গাউফকে আশা করছিলেন।তবে, অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়েছেন আমেরিকার টিনএজারও।গত বছরের ফরাসি ওপেনের রানার্সআপ ১৮ বছর বয়সী গাউফকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো।২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কোর বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন রিবাকিনা।