Thursday, June 13, 2024
Top Newsঋতুস্রাবে মহিলাদের ছুটির প্রয়োজন নেই: স্মৃতি ইরানি

ঋতুস্রাবে মহিলাদের ছুটির প্রয়োজন নেই: স্মৃতি ইরানি

কর্মক্ষেত্রে মহিলাদের বেতনযুক্ত ঋতুস্রাবকালীন ছুটির কোনও প্রয়োজন নেই, এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝায়ের একটি প্রশ্নের জবাবে স্মৃতি ইরানি বলেছেন, ঋতুস্রাব মহিলাদের জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি কোনও প্রতিবন্ধকতা নয়। ঋতুস্রাবের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করার করা উচিত নয়।

ঋতুস্রাব নিয়ে সাংসদে অপকট কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ঋতুস্রাব কোনও প্রতিবন্ধকতা নয়, ঋতুস্রাবচক্র মহিলদের জীবনের খুবই স্বাভাবিক একটি বিষয়।এই ছুটির ফলে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য হতে পারে বলে সংসদে সকলকে সতর্ক করেছেন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, সংসদে এমন কোনও প্রস্তাব রাখা উচিত নয় যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। যাঁদের ঋতুস্রাব হয় না, মাসিকের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই।

More News

রেস্তোরাঁকাণ্ডে উল্টো সুর মদনের, সোহমে সমর্থন নেই রচনার

0
রেস্তোরাঁকাণ্ডে সোহম চক্রবর্তীর মিত্র হয়ে পাশে দাঁড়ানো মদন মিত্র-র গলায় উল্টো সুর। মাত্র একদিন আগেই...

মোদীর সঙ্গে চায়ে পে চর্চায় এনডিএ সাংসদরা 

0
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে চায়ে পে চর্চায় এনডিএ সাংসদরা। রবিবার ৭...

আমেঠিতে প্রিয়াঙ্কার ভাইয়া’র কাছে ধরাশায়ী স্মৃতি 

0
উত্তরপ্রদেশের আমেঠিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ভাইয়া’র কাছে ধরাশায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির স্মৃতি ইরানি।২০১৯...