দেশের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মহিলারা। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯৯তম মন কি বাতে নারীশক্তির জয়গান গেয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশের মহিলারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। গত ৭৫ বছরে প্রথবার নাগাল্য়ান্ডের দুই মহিলা জনপ্রতিনিধি বিধানসভার অংশ হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে মহিলা বাহিনী মোতায়েন করেছে ভারত। মহিলারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শক্তি প্রদর্শন করছেন। ভারতীয় সেনাবাহিনীর মহিলা অফিসারদের কথা উঠে এসেছে নরেন্দ্র মোদীর কথায়। জানিয়েছেন, ভারতীয় সেনায় মহিলা অফিসাররা বীরত্বের সঙ্গে কাজ করেছেন।পাশাপাশি অঙ্গদান করেছেন এমন ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছেন প্রধানন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে সারা দেশে ৫ হাজার অঙ্গদানের নজির ছিল। ২০২২ সালে ১৫ হাজারের বেশি অঙ্গদান হয়েছে।