দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কে কবিতাকে ২০ নভেম্বর পর্যন্ত তলব করতে পারবে না ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার। বেশ কয়েকবার ইডি জেরারও সম্মুখীন হয়েছিলেন তিনি। এমনকি প্রথম চার্জশিটে নাম থাকা সত্বেও দ্বিতীয় চার্জশিট থেকে নাম বাদ গিয়েছিল কে কবিতার। এরপরেই আচমকা ১৪ সেপ্টেম্বর ফের কে কবিতাকে তলব করেছিল ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আর্জিও জানিয়েছিলেন। ওই মামলার শুনানিতেই ইডির পক্ষ থেকে জানানো হ্যা, আপাতত জেরার জন্য তলব করা হচ্ছে না কে কবিতাকে। এই মামলায় কে কবিতাকে ইডির জেরা থেকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।