২০২৩ সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য বৃদ্ধির হার ছাঁটাই করেছে বিশ্ব ব্যাঙ্ক। প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মূলত আমেরিকা, ইউরোপ এবং চিনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিক ভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে।
বিশ্ব ব্যাঙ্কের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার সম্ভবত দাঁড়াবে ১.৭ শতাংশ। যা জুনে তাদেরই করা ৩ শতাংশ পূর্বাভাসের তুলনায় ১.৩ শতাংশ কম। ডিসেম্বরে বিশ্বব্যাঙ্ক প্রকাশিত ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। করোনা ভাইরাসের ক্ষত এখনও পুরোপুরি সারেনি। তার ওপর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিন-তাইওয়ান সংঘাত। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। যদিও আমেরিকা এই বছর মন্দার অভিঘাত কিছুটা এড়াতে পারে বলে বিশ্বব্যাঙ্ক ভবিষ্যদ্বাণী করেছে। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার অর্থনীতি ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে।