সুখের সূচকের নিরিখে ভারতের থেকেও এগিয়ে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্ব সুখ সূচক। মোট ১৩৭টি দেশের সুখের পরিমাপ করা হয়েছে।
তাতে দেখা গিয়েছে, ১৩৭টি দেশের মধ্যে ১২৬ নম্বরে রয়েছে ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তানও পিছনে ফেলেছে ভারতকে। এই তালিকায় বিগত কয়েক বছর ধরেই প্রথম স্থানটি ফিনল্যান্ডের জন্য নির্দিষ্ট থাকছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সূচক বলছে, বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাসস্থান ফিনল্যান্ডে। তারপর রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড। একেবারে নীচে রয়েছে আর এক যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। রয়েছে লেবাননও। এই সূচকে শ্রীলঙ্কা রয়েছে ১১২তম স্থানে, পাকিস্তান ১০৮, ইরাক ৯৮ এবং ইউক্রেন ৯২তম স্থানে রয়েছে।