Monday, September 25, 2023
Top Newsকুস্তি : ব্রিজভূষণের গ্রেফতারির দাবি মমতার 

কুস্তি : ব্রিজভূষণের গ্রেফতারির দাবি মমতার 

আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের সমর্থনে ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়াবিদরা। সেখান থেকেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কুস্তিগিরদের উপর অত্যাচার করা হচ্ছে। পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে। দিল্লিতে নন্দলাল সরকার চলছে। এরপরই ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেছেন, কুস্তিগিরদের ধমকানো, চমকানো হচ্ছে। তা অত্যন্ত লজ্জাজনক। বুধবার মিছিল চলাকালীন শুনেছিলেন ব্রিজভূষণ সিং পদত্যাগ করেছেন। পরে আবার শুনলেন করেনি। কিন্তু শুধু পদত্যাগ করলেই হবে না।তাঁর গ্রেফতার হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলার পরও হয়নি। তাই যতদিন না ব্রিজভূষণ সিংকে গ্রেফতার করা হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।এদিন প্রতীকী প্রতিবাদ হিসেবে দুই কুস্তিগির কুস্তি প্রদর্শন করছিলেন। তাদের জন্য চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এরপরই গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে গান্ধীমূর্তির পাদদেশের দিকে মোমবাতি মিছিল শুরু হয় তৃণমূলের।অন্যদিকে মুজাফফরনগরে কুস্তিগিরদের সমর্থনে মহাপঞ্চায়েত করেছেন কৃষক নেতারা। সেখানে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, কুস্তিগিররা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা লড়াই করে যাবেন।

More News

পুলিশের বেতন চুরির অভিযোগে গ্রেফতার পুলিশই

0
সিভিক পুলিশের বেতন চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কনস্টেবলকে। আলিপুরদুয়ারের নর্থ পয়েন্ট এলাকার বাসিন্দা দীপঙ্কর...

আবারও হাঁটুতে চোট, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ

0
স্পেন সফরে আবারও বাঁ হাঁটুতে চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিত্সকরা।...

এবার বিদেশ সফরে রাজ্যপাল, মঙ্গলবারই আমেরিকায় পাড়ি

0
মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই রাজ্যপালের সফরও...