যারা দাঙ্গা বাধায়, তাদের জন্য এক এবং একমাত্র দাওয়াই হল ডান্ডা, মুশিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে একথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তাঁর অভিযোগ, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্তি চলছে, অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নীরব বসে রয়েছেন। হরদোইয়ে এক জনসভায় আদিত্যনাথ নিজের রাজ্যের দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে ২ থেকে ৩ দিন অন্তর গণ্ডগোল, ঝামেলা বাধত।
তারপর যখন ক্ষমতায় বিজেপি আসল, তখন দাঙ্গাকারীদের একটাই দাওয়াই প্রয়োগ করা হল। তা হল ডান্ডা। বাংলার অশান্তি কথা তুলে ধরে সমাজবাদী পার্টি ও কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ।