Wednesday, February 21, 2024
Top Newsপূর্ব পুটিয়ারিতে ডেঙ্গিতে যুবকের মৃত্যু

পূর্ব পুটিয়ারিতে ডেঙ্গিতে যুবকের মৃত্যু

আবারও কলকাতায় ডেঙ্গিতে যুবকের মৃত্যুতে আতঙ্ক বেড়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে পূর্ব পুটিয়ারি বাসিন্দা সায়ন ঘোষ চৌধুরি নামে বছর ২৪-র যুবকের মৃত্যু হয়েছে। সোমবার থেকে জ্বরে ভুগছিলেন সায়ন।

এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাঁর প্লেটলেট হঠাত্ করেই কমতে শুরু করে। এরপর গভীর রাতে মৃত্যু হয়েছে সায়নের। ঘটনার পর পুরসভার কর্মীরা এলাকায় গেলে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, শুধু পুরসভাকে দোষ দিলে হবে না মানুষকে সচেতন হতে হবে। নিজের বাড়ির ছাদে জল জমে আছে, তার জন্য পুরসভাকে গালাগাল দেবেন এটা হতে পারে না। ফিরহাদের বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে শরিকি বিবাদে বাড়িগুলো অপরিষ্কার থাকায় ডেঙ্গি আরও বাড়ছে। পুরসভার পক্ষে সবার ছাদে উঠে দেখা সম্ভব নয়। তবে তিনি জানিয়েছেন পুরসভা মানুষকে সচেতন করে চলেছে। বিভিন্ন এলাকায় মশার তেল ছড়ানো হচ্ছে। এছাড়া ফিভার ক্লিনিকগুলো দিন-রাত খোলা রাখা হয়েছে।

More News

১০০ বছর আগের ডেঙ্গির মশা দার্জিলিং

0
উত্তরবঙ্গে একশোরও বেশি বছর আগে শেষ দেখা যাওয়া মশার একটি প্রজাতির নতুন করে সন্ধান পেয়েছেন...

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু যুবকের 

0
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। আর রাজ্য প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যে...

ডেঙ্গি : মহালয়া থেকে দশমী পর্যন্ত আক্রান্ত প্রায় ৯ হাজার

0
উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি। পরিসংখ্যান অনুযায়ী মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে...