একইদিনে সল্টলেক সহ কলকাতাতে শিশু সহ ২ জনের মৃত্যুতে পুজোর মুখে ডেঙ্গি বড় আতঙ্ক তৈরি করছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বেলুড়ে এক বৃদ্ধা এবং দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক তরুণী গৃহবধূরও মৃত্যু হয়েছে।
সল্টলেকের বৈশাখীতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে । শক সিনড্রোম নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল হাসপাতালে। অন্যদিকে পশ্চিম পুটিয়ারি বাসিন্দা ৯০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । অঞ্জলি চক্রবর্তী নামে ওই বৃদ্ধা ৫ সেপ্টেম্বর থেকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে । কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্য নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । শনিবার ডেঙ্গি ধরা পড়ে বছর ২৬-র ওই গৃহবধূর। তাঁকে সোনারপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে মহিলার। অন্যদিকে হাওড়ার বেলুড়ের ধর্মতলা রোড এলাকার বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।