হেনস্থার পর এবার ধর্ষণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। ইউটিউবার ধ্রুব রাঠের পোস্ট করা ভিডিওর পর এবার তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে স্বাতী মালিওয়াল লিখেছেন, দলের নেতা এবং কর্মীদের পর এবার নানাভাবে তাঁকে হেনস্থা ও ভয় দেখানো হচ্ছে। ইউটিউবার ধ্রুব যেভাবে তাঁর বিরুদ্ধে একতরফা ভিডিও দিয়েছে তাতে তিনি বিব্রত বোধ করছেন। তাঁকে দলের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ধ্রুব যেভাবে আপের প্রতিনিধি হয়ে কাজ করছে তার তীব্র বিরোধ করেছেন স্বাতী। প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়ালের বাড়িতে যান স্বাতী মালিওয়াল। তবে সেখানে তাঁকে নির্যাতনের অভিযোগ উঠেছে কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভবের বিরুদ্ধে। এরপরই স্বাতীর অভিযোগের জেরে বৈভবকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। যদিও বৈভব জানিয়েছে সমস্ত অভিযোগই মিথ্যা।