ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এবার পৌঁছালেন ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বিয়ার গ্রিলস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে কিভের রাস্তায় একটি শেয়ার করে তিনি লিখেছেন, ইউক্রেনের যখন শীত আসন্ন।
চারিদিক যখন যুদ্ধে বিধস্ত। ঠিক সেই সময় তাঁর শো-তে ইউক্রেনের প্রেসিডেন্টের অন্য একদিক দেখতে পাবেন দর্শকরা। তিনি জানিয়েছে, দ্রুতই টিভির পর্দায় আই গোট সো মাচ মোর প্রোগ্রামে জেলেনস্কির লড়াই দেখানো হবে। পাশাপাশি, এই যুদ্ধ পরিস্থিতেও বিয়ার গ্রিলসকে ইউক্রেনের প্রেসিডেন্ট যেভাবে আপ্যায়ন করেছেন তারও প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় গ্রিলস-জেলেনস্কি জুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটিজনদের একাংশ।