২০৩০ সালের মধ্যে জিরো কার্বন নিঃসরণের লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
রেলের বিবৃতিতে বলা হয়েছে, রেল কর্তৃপক্ষের ফাঁকা ও ছাদের উপর ১৪২ মেগাওয়াটের সোলান প্ল্যান্ট বসানো হচ্ছে ,২০২২-এর ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ১০৩মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট বসানো হয়েছে। সব ক্ষেত্রে দূষণ কমাতে ট্রেনগুলোতেও পরিবর্তন আনা হবে। বিদ্যুতের খরচ কমাতে এলইডি আলোর ব্যবস্থা করা হবে রেল স্টেশন, সার্ভিস বিল্ডিং, আবাসিক কোয়ার্টার ও কোচগুলোতে। এর পাশাপাশি রেলের কারখানা থেকে শুরু করে সব জায়গায় সবুজায়নের জন্য প্রচুর গাছ লাগানোর কথা বলা হয়েছে। পূর্ব ও পশ্চিম রেলওয়েতে করিডর স্থাপনের পাশাপাশি বজ্য বিদ্যুৎ প্রকল্প বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই সব পরিকল্পনাকে সঠিক সময়ের মধ্যে বাস্তবায়িত করা গেলে ২০৩০ সালের মধ্যে ভারতীয় রেল জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যে পৌঁছতে পারবে বলে দাবি করেছে ভারতীয় রেল।