!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskটাইব্রেকারে ম্যানসিটিকে হারালো রিয়াল

    টাইব্রেকারে ম্যানসিটিকে হারালো রিয়াল

    Published on

    সাম্প্রতিক খবর

    টাইব্রেকারে আন্তোনি রুডিগার শেষ শট জালে জড়িয়েই দিলেন ভোঁ-দৌড়। তাকে ছুতে ছুটতে থাকল রিয়াল মাদ্রিদের অন্য খেলোয়াড়রাও।

    এরপরই ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু হল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে যাওয়ার উৎসব। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার সেমিফাইনালে পা দিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল।শেষ চারে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।টাইব্রেকার ভাগ্যে ম্যানসিটির প্রথম শটেই লক্ষ্যভেদ করেন হুলিয়ান আলভারেজ। তবে রিয়ালের লুকা মডরিচের শট আটকে যায় এদেরসনের গ্লাভসে।সিটির পরের শটে বের্নারদো সিলভা বল তুলে দেন আন্দ্রে লুনিনের হাতে।বেলিংহাম অবশ্য গোল খুঁজে নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি ফেরান।সেই স্বস্তি আরো বাড়ান লুনিন।মাতেও কোভাচিচের গতির শট ঝাঁপিয়ে ফিরিয়ে রিয়ালকে এগিয়ে দেন। এরপর লুকাস ভাস্কুয়েজ, নাচো ফার্নান্দেসের পর রুডিগার লক্ষ্যভেদ করলে জয়ের আনন্দে মাতোয়ারা হয় রিয়াল।টাইব্রেকারের মতো পুরো ম্যাচেই রিয়ালের তেকাঠির নিচে বিশ্বস্তের হাত হয়ে ছিলেন আন্দ্রে লুনিন। ম্যানসিটির একের পর এক আক্রমণের সামনে ইউক্রেনিয়ান গোলরক্ষক লুনিন ছিলেন অকুতোভয়। নিশ্চিত কয়েকটি আক্রমণ ফেরানোর পর টাইব্রেকারে দুটো শট ফিরিয়ে রিয়ালের জয়ের নায়ক তিনিই। এবারই প্রথম ম্যানসিটির মাঠে জয়ের স্বাদ পেল রিয়াল।

    Your ad here

    আরো খবর