!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeLifestyleআম পাতারও রয়েছে উপকারিতা

    আম পাতারও রয়েছে উপকারিতা

    Published on

    সাম্প্রতিক খবর

    ফলের রাজা আম। আর গ্রীষ্ম এলেই দেখা পাওয়া যায় এই রাজার। এই সিজনে আম খাওয়া কতটা উপকারী, তা মোটামুটি সবাই জানেন।

    তবে এই গাছের পাতাও বহু রোগ থেকে দূরে রাখতে পারে। শুধু রোগ নয় ওজন কমানো থেকে ত্বকের যত্নে আম পাতার উপকারিতা আশ্চর্য করার মত।এখন প্রশ্ন হল,কী কী উপকার দিয়ে থাকে আমের পাতা।প্রথমেই বলা ভালো,ওজন কমাতে সাহায্য করে।ওজন বাড়ার ভয়ে অনেকেই আম খেতে গিয়ে ভয় পান।কিন্তু,আমগাছের পাতা ওজন কমাতে সাহায্য করে।বলা হচ্ছে, আম পাতা ফোটানো জল পান করলে ওজন ঝরতে পারে।হার্টের জন্য উপকারী আমপাতা।এক রিপোর্টে দাবি করা হয়েছে, আম পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে।আমপাতার গুণে কোলেস্টেরলের চিন্তা দূর হয়ে যেতে পারে। বলা হচ্ছে, সব মিলিয়ে ভালো থাকে হার্ট।আমপাতা শুধু রোগ দূর করতেই কার্যকরী নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও উপকারী। ব্রণ, র‍্যাশ, দাগ ছোপ দূর করতেও আমপাতা উপকারী। তবে সংবেদনশীল ত্বক হলে বা ত্বকের বিশেষ কোনো অবস্থা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।একইসঙ্গে,রিপোর্টে দাবি করা হচ্ছে, আমপাতার রস টোনার হিসেবে খুবই কার্যকরী। বয়সের ছাপ পড়া থেকে ত্বককে আগলে রাখতে আমপাতা কার্যকরী।শুধু ত্বক নয়, চুলের বৃদ্ধিতেও আমপাতা উপকারী বলে দাবি করছে ওই রিপোর্ট। আমপাতায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন এ চুল মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয়।এর বাইরে হজমের গোলমাল ঠেকাতেও এই আমপাতার গুণের অভাব নেই। কোষ্ঠকাঠিন্য় থেকে পেট ফাঁপা, এমন নানান ধরনের সমস্যায় আমপাতা কার্যকরী ফল দেয়।

    রিপোর্ট দাবি করেছে, হজমে সাহায্য করে আমপাতা।এই অবস্থায়,আমের পাতা ফুটিয়ে নিয়ে তার রস হিসেবে ব্যবহার করতে পারেন। আবার আমের পাতা শুকিয়ে তা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন।

    Your ad here

    আরো খবর