ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেকে শুরুর একাদশে রাখা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।মাদ্রিদের কোচ জাবি আলোনসো জানিয়েছেন,এমবাপ্পে প্রথম একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।ফরাসি এই বিশ্বকাপজয়ী তারকা এখনো গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে পুরোপুরি সেরে উঠেননি বলেও জানিয়েছেন কোচ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আলোনসো বলেছেন, এমবাপ্পে আগের চেয়ে অনেকটাই ভালো।গত তিন দিন ধরে তার উন্নতি হচ্ছে। সকালে সিদ্ধান্ত নেওয়া হবে এমবাপ্পে শুরুর একাদশে থাকবে কি না।এর আগে, মায়ামিতে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে টুর্নামেন্টে অভিষেক হয় এমবাপ্পের।তখনই গ্যালারি মুখর হয়ে ওঠে করতালিতে, যা প্রমাণ করে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা।এমবাপ্পের অনুপস্থিতিতে দলে আলো ছড়িয়েছেন একাডেমি থেকে উঠে আসা ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া।
টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল ও এক অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। জুভেন্টাসের বিপক্ষে জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকে।আলোনসো বলেছেন, তিনি মনে করেন গার্সিয়া ও এমবাপ্পে একসঙ্গে খেলতে পারে।কোয়ার্টার ফাইনালে আলোনসোর দল মুখোমুখি হবে দুর্দান্ত ছন্দে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের।