পিএসজির মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে এসেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা হলো না বার্সেলোনার। ফিরতি লেগে ১-৪ ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি।
এই হারের পেছনে রোমানিয়ান রেফারি ইস্তেভান কোভাক্সের দায় দেখছেন বার্সা কোচ জাভি এর্নান্দেস।ম্যাচ শেষে জাভি বলেছেন, গোটা সিজনের পরিশ্রম রেফারির সিদ্ধান্তে শেষ হয়ে গেল, এটা লজ্জার। রেফারি খুব খারাপ ছিলো। তাকে বলেছেন, রেফারি খেলা বোঝেন না। লাল কার্ড দেওয়াটা ছিলো বাড়াবাড়ি। ঘরের মাঠে অবশ্য দারুণ শুরু করেছিল বার্সা। ম্যাচের ১২ মিনিটে প্রথমবার আক্রমণে গিয়ে লামিন ইয়ামালের বাড়ানো বল দারুণভাবে জালে পাঠান রাফিনিয়া। এরপর ২৯ মিনিটে বার্সেলোনা শিবিরে অস্বস্তি নিয়ে আসে রোনালদ আরোহোর লাল কার্ড। জাভির মতে সরাসরি লাল কার্ড দেখানোর মতন ফাউল ছিলো না। লাল কার্ড দেখানো ছিলো একদম অপ্রয়োজনীয়। লাল কার্ডটাই সমতা তৈরি করে দেয়।গোল আটকাতে ইয়ামালকে তুলে সেন্টার ব্যাক ইনিয়াগো মার্টিনেজকে নামান জাভি। সেখানেই যেন ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। দশ জনের দলে পরিণত হয় বার্সেলোনাকে চেপে ধরে পিএসজি। আরোহো ছাড়াও লাল কার্ড দেখেছেন জাভি নিজে। লাল কার্ড দেখেছেন বার্সার এক সাপোর্ট স্টাফও। তাই হারের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ রাখঢাক না রেখেই কড়া ভাষায় করেছেন রেফারির সমালোচনা।