ভয় নয়, ঝড়ে সতর্ক থাকতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে চিন্তার কারণ নেই। আশ্বস্ত করে বলেছেন পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।
ঝড়ের সময় টিভি বা এসি না চালানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে কোনও পরিস্থিতিতে পুরসভা তৈরি রয়েছে। রাস্তায় ভেঙে পড়া গাছ সরাতে ৭টি জেসিবি, ক্রেন সক্রিয় রয়েছে। জল নামাতে ২২টি পাম্পিং স্টেশন তৈরি রয়েছে।