!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskইজরায়েলে মিসাইল হামাসের, তেল আভিভে যুদ্ধ সাইরেন

    ইজরায়েলে মিসাইল হামাসের, তেল আভিভে যুদ্ধ সাইরেন

    Published on

    সাম্প্রতিক খবর

    ইজরায়েলে নতুন করে বড়সড় মিসাইল হামলা চালিয়েছে হামাস। এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠী হামাস দাবি করেছে, রবিবার সকালে তেল আভিভে মিসাইল হামলা চালিয়েছে তারা।
    অন্যদিকে ইজরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধের সাইরেন বাজানোর খবর মিলেছে। যদিও সাইরেন বাজানোর কারণ জানায়নি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও এখনও স্পষ্ট নয়। সূত্রে জানা গিয়েছে, গত সাত মাসে গাজায় ইজরায়েলি বাহিনীকে মোকবিলায় স্বল্পপাল্লার মিসাইল হামলা চালালেও এবার দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে হামাস। তবে নতুন করে মিসাইল হামলায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
    Your ad here

    আরো খবর