Thursday, June 13, 2024
বিনোদনআবেগতাড়িত টেলর সুইফট

আবেগতাড়িত টেলর সুইফট

ইরাস ট্যুরে পর্তুগালের লিসবনে টেইলার সুইফটের দুটি শো ছিল। দুটো শোর টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা।

কনসার্টের ফাঁকে ফোর্টনাইট গায়িকা সুইফট বলেছেন,তাঁর জীবনে কোনো কনসার্টে এত মানুষের সমাগম দেখেন নি।এ মুহূর্তটা তাঁর কাছে কতটা বিশেষ, সেটা বলে বোঝাতে পারবেন না।পরে এক ইনস্টাগ্রাম পোস্টেও লিসবনের প্রতি ভালোবাসার কথা লিখেছেন ৩৪ বছর বয়সী তারকা টেইলার সুইফট। তিনি লিখেছেন, লিসবনে তাঁর ভালোবাসা রেখে এসেছেন। এবারই প্রথমবার পর্তুগালে এসেছেন। এসে মনে হয়েছে, তিনি যেন নিজের বাড়িতেই আছেন। লিসবনের মানুষ যেভাবে তাঁকে যেভাবে ভালোবাসা দিয়েছেন,সেটা ভুলতে পারবেন না। লিসবনের মানুষ নাচের তালে তাঁর প্রতিটি গানের কথা চিৎকার করে বলছেন,সেটা টেইলার সুইফটকে ছুঁয়ে গেছে। লিসবনের মানুষদের ধন্যবাদ জানাছেন।উল্লেখ্য ১৯ এপ্রিল সুইফটের নতুন অ্যালবাম দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রকাশিত হয়েছে। অ্যালবামে গানও পরিবেশন করেছেন টেইলার সুইফট।এবার গ্র্যামিজয়ী শিল্পী ২৯ ও ৩০ মে মাদ্রিদে গাইবেন।

More News

তোপের মুখে রিহানা 

0
গায়িকা রিহানা,এবার সাহসী পোশাকের জেরেই কিছুটা বিপাকে পড়েছেন। পপ গায়িকার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার...

প্রেমের জন্য শাকিরার ত্যাগ স্বীকার  

0
শাকিরা দাবি করেছেন যে তার প্রাক্তন সঙ্গী জেরার্ড পিকের কারণে তাঁর ক্যারিয়ার অনেক বছরের জন্য...

শাকিরার ‘ওমেন নো লংগার ক্রাই’ 

0
পপকুইন শাকিরা দীর্ঘ সাত বছর পর খুশির খবর দিয়েছেন ফ্যানদের। সাত বছর পর অ্যালবাম প্রকাশের...