রাফায় ক্ষেপণাস্ত্র হামলা, বিক্ষোভে নেতানিয়াহু  

0
114
Missile attack in Rafah Netanyahu in protest
Missile attack in Rafah Netanyahu in protest
আন্তর্জাতিক আদালতের রায়কে অগ্রাহ্য করে রাফায় ক্রমাগত বোমাবর্ষণ এবং হামলার ঝাঁজ বাড়িয়েছে ইজরায়েল। জাবালিয়ার একাধিক ত্রাণশিবিরে আমেরিকার এফ-১৬ বিমান থেকে একের পর এক বোমা মারা হয়েছে।
এরপরই ভোরে রাফা ও দের আল বালা লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে ইজরায়েলকে অস্ত্র দেওয়ার পাশাপাশি গাজায় ত্রাণও পাঠাতে উদ্যোগী হয়েছে আমেরিকা। আন্তর্জাতিক আদালত রাফার মিশর সীমান্ত জরুরি ও মৌলিক প্রয়োজনের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে। যদিও ইজরায়েল সেই নির্দেশ মানবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে গাজায় ৩ পণবন্দির দেহ উদ্ধার করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস এরপর থেকেই ক্রমশ চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। এর মধ্যেই এক পণবন্দির পরিবার দাবি করল, নেতানিয়াহুর জন্যই হামাসের হাতে পণবন্দি মহিলাদের ধর্ষিত হতে হচ্ছে।