!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskআইনকে ফাঁকি দিয়ে বিদেশি অনুদান আপের : ইডি 

    আইনকে ফাঁকি দিয়ে বিদেশি অনুদান আপের : ইডি 

    Published on

    সাম্প্রতিক খবর

    আইনকে ফাঁকি দিয়ে ৭ কোটি টাকার বেশি বিদেশি অনুদান নিয়েছে আম আদমি পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এমনটাই জানিয়েছে ইডি।
    আর ইডির নতুন অভিযোগে অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়াল-সহ আপ নেতৃত্ব।ইডির দাবি, ২০১৪-‘২২-এর মধ্যে একাধিক দেশ থেকে মোটা অঙ্কের অনুদান ঢুকেছে আপের অ্যাকাউন্টে। এই দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, আরব আমিরশাহী, কুয়েত এবং ওমান। অভিযোগ উঠেছে, বিদেশী দাতাদের পরিচয় গোপন করে, ভুল তথ্য দিয়ে ফান্ড বাড়িয়েছে আম আদমি পার্টি। ঘটনায় নাম উঠে এসেছে আপ বিধায়ক দুর্গেশ পাঠকের। ২০১৬ সালে একটি অনুদান গ্রহণ কর্মসূচি করা হয়েছিল কানাডায়। এই ঘটনায় ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় দণ্ডবিধিও লঙ্ঘিত হয়েছে বলে দাবি ইডির।
    Your ad here

    আরো খবর