!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskবার্সার হারে লাভ অ্যাতলেতিকোর

    বার্সার হারে লাভ অ্যাতলেতিকোর

    Published on

    সাম্প্রতিক খবর

    আগামী বছর নতুন ফরম্যাটে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপের আসর। ছয় মহাদেশের ৩২টি ক্লাব নিয়ে ২০২৪ সালের ১৫ জুন থেকে ১৩ই জুলাই পর্যন্ত আমেরিকায় বসবে এই টুর্নামেন্ট।

    ইউরোপ থেকে ১২টি দল অংশ নিলেও এই আসরে খেলা হচ্ছে না বার্সেলোনার। গতকাল চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে যাওয়ায় ফিফার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার দৌড় থেকে ছিটকে গেছে কাতালানরা।তাদের হারে কপাল খুলেছে অ্যাতলেতিকো মাদ্রিদের। একই রাতে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরেও এই আসরে অংশ নেওয়া নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের দল।অন্যদিকে,ইউরোপ থেকে এবারসহ গত তিন আসরের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল সরাসরি খেলবে।এছাড়া চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাংকিং করা হয়েছে।সেই হিসাবেই বাকি দলগুলো অংশ নিচ্ছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় বার্সেলোনাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো।এরই মধ্যে ইউরোপ থেকে নিশ্চিত হয়ে গেছে ১১টি ক্লাব।চ্যাম্পিয়নস লিগের শেষ তিন আসর জেতা চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সঙ্গে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস এবং অ্যাতলেতিকো। বাকি আছে আর একটি স্লট, যার জন্য লড়ছে আর্সেনাল ও অস্ট্রিয়ার ক্লাব সালসবার্গ। আর্সেনালের অবশ্য এবার চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, সেক্ষেত্রে এগিয়ে সালসবার্গ।লাতিন আমেরিকা থেকে জায়গা পাবে ছয়টি ক্লাব। ২০২১ সাল থেকে কোপা লিবার্তাদোরেস জেতা ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস ও ফ্লুমিনেন্সের অংশ নেওয়া নিশ্চিত। এবারের কোপা লিবার্তাদোরেসের ফাইনালে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মধ্যেকার জয়ী দল পাবে সুযোগ।

    Your ad here

    আরো খবর