!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNationalপ্রয়াগরাজ পেরোল চাকরিহারাদের বাস, রাতেই দিল্লি

    প্রয়াগরাজ পেরোল চাকরিহারাদের বাস, রাতেই দিল্লি

    Published on

    সাম্প্রতিক খবর

    ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে সোমবার দুপুরেই দিল্লির পথে রওনা হয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা। মঙ্গলবার সকালে তাঁদের বাস প্রয়াগরাজে পৌঁছেছে।
    পথে যেখানেই বাস দাঁড়িয়েছে, সেখানেই পথচলতি মানুষকে দাঁড় করিয়ে নিজেদের বঞ্চনা আর লড়াইয়ের গল্প শুনিয়েছেন তাঁরা। বার্তা দিয়েছেন, পাশে থাকুন। সব ঠিক থাকলে মঙ্গলবার রাতের মধ্যেই দিল্লি পৌঁছে যাবে চাকরিহারাদের বাস। তার পর বুধবার দিল্লির যন্তরমন্তরে শুরু হবে চাকরি হারানোর প্রতিবাদে ধর্না। সোমবার রওনা হওয়ার আগে এমনটাই জানিয়েছিলেন চাকরিহারারা। দিল্লি গিয়ে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন। তাঁরা যেন এই মামলায় হস্তক্ষেপ করেন, সে বিষয়ে অনুরোধও জানানো হবে তাঁদের।
    ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি চাকরি হারিয়েছেন রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলির ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। প্রতিবাদে চাকরিহারাদের একটা বড় অংশ ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। বুধবার দিল্লিতে তাঁদের কর্মসূচি রয়েছে।
    Your ad here

    আরো খবর