Monday, July 22, 2024
Top Newsকুয়েতের বহুতলে আগুনে চার ভারতীয়-সহ মৃত ৩৫

কুয়েতের বহুতলে আগুনে চার ভারতীয়-সহ মৃত ৩৫

কুয়েতের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ভারতীয়-সহ ৩৫ জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। দগ্ধ অবস্থায় হয়ে হাসপাতালে ভর্তিও করা হয়েছে কয়েক জনকে।
বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে।যে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।সূত্রের খবর, যে বাসভবনটিতে আগুন লেগেছে, সেখানে কেরলের অনেক বাসিন্দা বাস করেন।কুয়েত স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অগ্নিদদ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের। অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য মেডিক্যাল দলগুলি চেষ্টা করছে বলেও কুয়েতের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

More News