নবান্ন অভিযান-রাত দখলও, অভয়াকাণ্ডের বর্ষপূর্তিতে বড় আন্দোলন

0
30
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ ছড়িয়েছিল দেশ ছাড়িয়ে বিদেশেও। বছর ঘুরতেই সেই ৯ অগাস্ট বর্ষপূর্তিতে ফের পথে নামার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।

অরাজনৈতিকভাবে ওই দিন নবান্ন অভিযান করতে সোদপুরের বাড়িতে গিয়ে অভয়ার বাবা-মায়ের থেকে পারমিশন নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন ৯ তারিখ নবান্ন অভিযানের পাশাপাশি অভয়ার বাবা-মা চান ১৪ তারিখ গতবারের মত আবারও রাত দখল হোক।

শুধু তাঁর মেয়ের বিচার নয়, কসবায় কলেজের মধ্যে তাঁর মেয়ের মতই যেভাবে আরেকটি মেয়ে নির্যাতনের শিকার হয়েছে, তারও প্রতিবাদ ছড়িয়ে পড়ুক রাজ্যজুড়ে। এর আগে সোদপুরে উল্টোরথে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।