!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNewsdeskমোদীকে শুভেচ্ছা পাকিস্তানের, ইতিবাচক কানাডা 

    মোদীকে শুভেচ্ছা পাকিস্তানের, ইতিবাচক কানাডা 

    Published on

    সাম্প্রতিক খবর

    প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। সোমবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন।
    আপাতভাবে শাহবাজ শরিফের এই এক্স-বার্তাকে নিয়মরক্ষা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কিছুদিন আগে, লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে শুভেচ্ছা জানানো হলে, সেটা তাড়াহুড়ো হয়ে যাবে। ঘটনাচক্রে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শাহবাজ শরিফ বা পাকিস্তানের শীর্ষ স্থানীয় কেউ।অন্যদিকে, কানাডার সঙ্গে কাজ করার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সরকার গড়া নিশ্চিত হতেই নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বলেছিলেন, মানবধিকার, আইনের শাসন বজায় রেখেই দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।এরপরেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কানাডার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
    Your ad here

    আরো খবর