শিকড়ে ফিরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আত্মগোপন করে থাকার সময় যে গান্ধী পরিবার তাদের পিছনে দাঁড়িয়েছিল।
নরেন্দ্র মোদীর ভারত সফরে এসে সেই গান্ধী পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোলাকুলি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে।আর প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে আলিঙ্গন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মৈত্রীর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, দীর্ঘক্ষণ খোশমেজাজে গল্প করেছেন তারা। গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।বাংলাদেশের বিদেশমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে।