দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার গৌতম বুদ্ধের ২৫৬৮ তম জন্মবার্ষিকীতে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিহারের বুদ্ধগয়াতে।
শোভাযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগদান করেছেন। শুধু দেশ নয় সুদূর থাইল্যান্ড থেকেও একদল বৌদ্ধ ভক্ত শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন যানবাহনের চূড়ায় স্থাপিত গৌতম বুদ্ধের মূর্তি।শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং ভগবান গৌতম বুদ্ধের উপাসকদের শোভাযাত্রায় হাঁটতে দেখা গিয়েছে। শিক্ষার্থীরা বুদ্ধম শরণম গচ্ছামি স্লোগান দিয়েছে।বুদ্ধগয়াতে একটি বটবৃক্ষের নীচে জ্ঞানলাভ করেছিলেন গৌতম বুদ্ধ এবং তারপরে তিনি সমগ্র বিশ্বের কাছে অহিংসা, শান্তি, দয়া, ধর্ম এবং সৃষ্টির চূড়ান্ত পথ প্রচার করেছিলেন।অন্যদিকে, এদিন শিলিগুড়ি সংলগ্ন বৌদ্ধ বিহারগুলোতে হয়েছে বুদ্ধ পুজো, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, প্রভাত ফেরি।পাশাপাশি ধ্যান, সমবেত প্রার্থনা, আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। লাভা কালিম্পং-এ একটি বৌদ্ধমঠে বিশেষ পুজো হয়েছে।