!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeEntertainmentওয়াকফ : চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয় 

    ওয়াকফ : চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিজয় 

    Published on

    সাম্প্রতিক খবর

    সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধছে। এর পাশাপাশি শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে।

    এরই মধ্যে জানা যাচ্ছে,ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তামিলনাড়ুর রাজনীতির নতুন শক্তি চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়।কেন্দ্রীয় সরকারের আনা নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তামিলাগা ভেত্তেরি কাজগাম পার্টির প্রধান তথা তারকা অভিনেতা বিজয়। ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। নতুন এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নামছেন বিজয়। দক্ষিণের সিনেমার বড় তারকা-নেতা থালাপতি বিজয় আগেই বলেছিলেন, নতুন ওয়াকফ আইন গণতন্ত্র বিরোধী। বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগও করেন তিনি। এর মধ্যে খবর,উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই। এর মধ্যে,কলকাতায় এক সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।

    ওদিকে,জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন থামবে না।সব মিলিয়ে,তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা বিতর্কিত ওই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না।

    Your ad here

    আরো খবর