!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeEntertainmentপেশাদারিত্বে অটল তামান্না 

    পেশাদারিত্বে অটল তামান্না 

    Published on

    সাম্প্রতিক খবর

    অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায়ে দাঁড়িয়ে। সব জায়গায়ই দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি।

    তবে ব্যক্তিগত জীবনে সেই সাফল্যের ছাপ নেই বললেই চলে। সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মারের সঙ্গে তার সম্পর্কের ভাঙন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এর মাঝেই মুক্তি পেয়েছে তামান্না অভিনীত তেলেগু সিনেমা,ওডেলা টু-এর ট্রেলার।মুম্বাইয়ের ঐতিহ্যবাহী গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।হাড় হিম করা এই ট্রেলারে দর্শকদের সামনে ধরা দিয়েছে এক আধিভৌতিক রহস্যজাল। সংবাদ সম্মেলনে তামান্না মুখ খুলেছেন তার জীবনের কঠিন সময় নিয়ে। এক প্রশ্নের জবাবে তামান্না বলেছেন, জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই বাইরের অবলম্বনের খোঁজ করি। কিন্তু আমি বিশ্বাস করি,আমাদের প্রয়োজনীয় সব উত্তর আমাদের ভেতরেই থাকে। নিজের ভেতরে তাকালেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।ছবির ট্রেলারে দেখা গেছে, তামান্না তন্ত্রমন্ত্রে মগ্ন। এই প্রসঙ্গ টেনে এক পাপারাজ্জি জানতে চান,বাস্তবে কাকে তন্ত্রমন্ত্রে বশ করতে চান তিনি? মজার ছলে তামান্নার জবাব, তাহলে তো আপনাকেই করতে হবে,যাতে সব পাপারাজ্জি আমার কথায় ওঠে-বসে।এর আগে,প্রথম কিস্তি,ওডেলা ওয়ান-এর হিন্দি ভার্সন মুক্তি না পেলেও, দ্বিতীয় কিস্তি হিন্দিতেও আসছে।তামান্নার উপস্থিতি কি এর কারণ? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, একটা সিনেমা কখনোই একজন মানুষের প্রচেষ্টায় হয় না।এটা পুরো টিমের কাজ। কেউ একা কৃতিত্ব নিতে পারে না। দর্শক যদি ছবিটি পছন্দ করেন, তাহলে সামনে আরও পর্ব আনবে। পরিচালক অশোক তেজা জানিয়েছেন, শুটিংয়ের সময় তামান্না সম্পূর্ণ ভিন্নভাবে চরিত্রে ডুবে ছিলেন,মাছ-মাংস ছেড়ে দিয়েছেন, এমনকি জুতো পর্যন্ত পরেননি।

    অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই চরিত্রে তিনি কোনো মেকআপও করেননি।  আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে,ওডেলা টু। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

    Your ad here

    আরো খবর